আজ শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম

শিবগঞ্জে ভুটভুটি উল্টে একই এলাকার ৮ জন নিহত, এলাকায় শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পিরোজপুর-বারিক বাজার এলাকায় ধান বোঝাই ভুটভুটি উল্টে একই এলাকার ৮ জন শ্রমিক নিহত হয়েছে । বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ইঞ্জিন চালিত ধান বোঝাই ভুটভুটি উল্টে ৮ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে । আহত হয়েছে আরও ৫ জন শ্রমিক ।

জানা গেছে, বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে । নিহত সকল শ্রমিকের বাড়ি সোনামসজিদ এলাকার বিভিন্ন গ্রামে ।

নিহতরা হচ্ছে, বালিয়াদিঘী গ্রামের এরফানের ছেলে বাবু (২৬), তাজামুল (৪৮) ও তার ছেলে মিঠুন (২২), আমানুর ছেলে মিলু (২৫), মদন কাটকাটি নওশাদের ছেলে কাশেদ (৪২), কাবিলের ছেলে কারিম (২৭), দায়পুকুরিয়া সোনাপুরের মজিবুরের ছেলে চালক মাসুদ (২৩), আজিজুলের ছেলে আহাদ (২২)। দুর্ঘটনায় আরো ৫ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে । তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে ।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে । শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন ও ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. সিরাজউদ্দীন এ তথ্য নিশ্চিত করেন । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :