আজ রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

শিবগঞ্জে ভুটভুটি উল্টে একই এলাকার ৮ জন নিহত, এলাকায় শোকের ছায়া

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পিরোজপুর-বারিক বাজার এলাকায় ধান বোঝাই ভুটভুটি উল্টে একই এলাকার ৮ জন শ্রমিক নিহত হয়েছে । বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে ইঞ্জিন চালিত ধান বোঝাই ভুটভুটি উল্টে ৮ জন ধানকাটা শ্রমিক নিহত হয়েছে । আহত হয়েছে আরও ৫ জন শ্রমিক ।

জানা গেছে, বরেন্দ্র এলাকা থেকে ধান কেটে বাড়ি আসার পথে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে । নিহত সকল শ্রমিকের বাড়ি সোনামসজিদ এলাকার বিভিন্ন গ্রামে ।

নিহতরা হচ্ছে, বালিয়াদিঘী গ্রামের এরফানের ছেলে বাবু (২৬), তাজামুল (৪৮) ও তার ছেলে মিঠুন (২২), আমানুর ছেলে মিলু (২৫), মদন কাটকাটি নওশাদের ছেলে কাশেদ (৪২), কাবিলের ছেলে কারিম (২৭), দায়পুকুরিয়া সোনাপুরের মজিবুরের ছেলে চালক মাসুদ (২৩), আজিজুলের ছেলে আহাদ (২২)। দুর্ঘটনায় আরো ৫ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে । তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে ।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে হতাহতদের উদ্ধার করে । শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন ও ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. সিরাজউদ্দীন এ তথ্য নিশ্চিত করেন । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :