নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে এক কলেজ অধ্যক্ষকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তলব করে ডেকে সেই অপরাধ পরবর্তীতে আর না করার অঙ্গীকার নামা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে । সোমবার ১৬ নভেম্বর ২০২০ দুপুরে উপজেলার উজিরপুর আদর্শ কলেজের কর্মচারি আনোয়ারুল ইসলামকে সরেজমিন থেকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন এবং অধ্যক্ষ মো: আলকেস উদ্দীন কে তলব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব আল রাব্বি । এরপর দুপুরে অধ্যক্ষ মো: আলকেস উদ্দীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে এমন অপরাধ ভবিষ্যতে আর হবেনা মর্মে অঙ্গীকার নামা দিলে অধ্যক্ষ সহ কর্মচারি মো: আনোয়ারুল ইসলামকে মুক্তি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা । শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এর আগেই সরকারি খাস জমিতে সীমানা পতাকা বসানো হয়েছিল কিন্তু আজ সেই পতাকা উঠিয়ে খাস জমির অনেক ভিতরে বসিয়ে বালি দিয়ে ভরাট করার খবর পেয়ে আমরা এসে আনোয়ারুল ইসলাম নামের কলেজের এক কর্মচারীকে আটক করি এবং সে কলেজ অধ্যক্ষ আলকেস উদ্দিনের নির্দেশেই কাজটি করেছে বলে জানায় ।
শিবগঞ্জে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে কলেজ অধ্যক্ষকে তলব, মুচলেকা দিয়ে ছাড়
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 16 November 2020, সময় : 6:24 PM
আপনার মতামত দিন :