কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১১জন মাদকসেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম সরকার আসামীদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর ফকিরপাড়ার মোয়াজ্জেম মিস্ত্রীর ছেলে আওয়াল (৩৫), বারঘরিয়া তাঁতীপাড়ার শাহনুরের ছেলে শাহীন শেখ (৩৫), বারঘরিয়ার অনীলের ছেলে ষষ্টী (৩০) বারঘরিয়া কাজীপাড়ার কালুর ছেলে মিলন (৩২), লক্ষীপুর কামারপাড়ার মৃত আমজাদ আলীর ছেলে মহসিন আলী (৬৫)।
বারঘরিয়া এলাকার রফিকুলের ছেলে সবুর আলী (২৫),
আনারুলের ছেলে সাহেব আলী (৩০), রফিকুলের ছেলে
সোহাগ (২৫), কুমারপাড়ার শাজাহানের ছেলে দুরুল হোদা (৩৫), উস্কাঠী পাড়ার জনি (৩৫) ও বারঘরিয়ার অনীলের ছেলে শ্রী বুলবুল (৩২)।
বারঘরিয়া ৯নং বিট পুলিশিং কার্যালয়ের অফিসার এসআই সোহেল রানা জানান, বারঘরিয়াসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ১১জনকে বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে মোবাইল কোর্টে আসামিদের আনা হলে বিচারক তাদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ।