আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

দিনাজপুরে জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উদযাপিত

ডেস্ক রিপোর্ট : বস্তুনিষ্ঠতার জন্য সত্যনিষ্ঠা প্রয়োজন। সে জন্য সত্যের পথে অবিরাম যাত্রা শ্লোগান নিয়ে জয়যাত্রা টিভির জন্ম। ইতোমধ্যে দর্শক প্রিয়তা অর্জন করেছে। জনগণের আস্থা নিয়ে জয়যাত্রা টেলিভিশন অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। যারা বস্তুনিষ্ঠ সংবাদ পছন্দ করে তারা জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে থাকে। আমাদেরকে সুন্দর আগামীর জন্য জয়যাত্রার পাশে থাকতে হবে। এটাই হোক জয়যাত্রা টেলিভিশনের এবারের জন্মদিনের অঙ্গীকার।

৭ নভেম্বর শনিবার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে জয়যাত্রা টেলিভিশনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আহমেদ শফি রুবেল, দিনাজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, জেলা তাঁতী লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আলাল প্রমুখ।

সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরুর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জয়যাত্রা টেলিভিশনের দিনাজপুর জেলা ব্যুরো প্রধান মোঃ মিজানুর রহমান, বিরল প্রতিনিধি তাজুল ইসলাম। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :