আজ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ «» শিবগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করলেন ইউএনও «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» দুর্লভপুর ইউনিয়নের টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ «» শিবগঞ্জে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

নাচোল কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অলিউল হক ডলার,নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ নাচোল কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার বেলা সাড়ে ১০টায় নাচোল সরকারী কলেজের টিচার্স মিলানায়তনে গ্রীণভিউ স্কুলের পরিচালক আব্দুল হাই সুইট এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অক্সফোর্ড একাডেমীর চেয়ারম্যান ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, ইংলিশ মিডিয়াম স্কুলের চেয়ারম্যান প্রভাষক শফিকুল আলম, উপজেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক, গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেনসহ নাচোল উপজেলার ২৫টি কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকগণ মতবিনিময় সভায় অংশ নেন। নাচোল উপজেলাধীন কিন্ডার গার্টেন এর পরিচালক ও অধ্যক্ষগণ ২০২১শিক্ষাবর্ষে করনীয় শীর্ষক মতবিনিময় করেন। এছাড়া এ্যাসোসিয়েশনের কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেন। নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও অক্সফোর্ড একাডেমীর চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতীর উন্নয়ন সম্ভব নয়। তাই শিক্ষা বিস্তারের লক্ষে নাচোল উপজেলা প্রায় ৩০টি কিন্ডার গার্টেন/ স্কুল রয়েছে । শিক্ষার সাথে জড়িত পরিবারগুলো বিশ্ব ব্যাপী করোনার মহামারীতে বেশি ক্ষতিগ্রস্থ। প্রায় ৯০ভাগই শিক্ষক এই পেশাকে জীবিকার প্রধান বাহন হিসাবে কাজ করে। আজকে তারা কর্মহীন। কোন আয় রোজগার নাই। তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া বেশিরভাগই প্রতিষ্ঠাই ভাড়াই চালিত হয়। ভবনের ভাড়া দিতে গিয়ে অনেকে হিমশিম খাচ্ছেন। অনেকে আবার এনজিওর টাকা নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে আমাদের টিকে থাকার সংগ্রাম করতে হবে। পরিকল্পনা করে সামনের দিকে এগুতে হবে। নিজেদের পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে আমি মনে করছি।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :