আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল-ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পৃথক অভিযানে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৪১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের জহুরপুর চর বেলপাড়া মহল্লার তাজকেরা খাতুন ও গোলাম রব্বানীর ছেলে মো. বাবু মিয়া (২২), কুমিল্লা জেলার দমপুর বিষ্ণপুর এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. আবুল হোসেন (২৮), একই এলাকার আবুল হাসেমের ছেলে মাসুদ রানা (৩০)।

জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ১৪নং সুন্দরপুর ইউনিয়নের আরাজী এরফান আলীর বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এ সময় ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে বাবুকে গ্রেপ্তার করে র‌্যাব।

অপরদিকে শুক্রবার রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুরগামী সড়কের শাহীবাগ মোড়ে চেকপোষ্টে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল দায়িত্ব পালন করছিল। এ সময় ট্রাকে মাদক নিয়ে যাবার সময় ৮৪১ বোতল ফেনসিডিলসহ হোসেন ও রানাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :