আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল-ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পৃথক অভিযানে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৪১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের জহুরপুর চর বেলপাড়া মহল্লার তাজকেরা খাতুন ও গোলাম রব্বানীর ছেলে মো. বাবু মিয়া (২২), কুমিল্লা জেলার দমপুর বিষ্ণপুর এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. আবুল হোসেন (২৮), একই এলাকার আবুল হাসেমের ছেলে মাসুদ রানা (৩০)।

জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ১৪নং সুন্দরপুর ইউনিয়নের আরাজী এরফান আলীর বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এ সময় ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে বাবুকে গ্রেপ্তার করে র‌্যাব।

অপরদিকে শুক্রবার রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুরগামী সড়কের শাহীবাগ মোড়ে চেকপোষ্টে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল দায়িত্ব পালন করছিল। এ সময় ট্রাকে মাদক নিয়ে যাবার সময় ৮৪১ বোতল ফেনসিডিলসহ হোসেন ও রানাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :