আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল-ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পৃথক অভিযানে ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮৪১ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের জহুরপুর চর বেলপাড়া মহল্লার তাজকেরা খাতুন ও গোলাম রব্বানীর ছেলে মো. বাবু মিয়া (২২), কুমিল্লা জেলার দমপুর বিষ্ণপুর এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. আবুল হোসেন (২৮), একই এলাকার আবুল হাসেমের ছেলে মাসুদ রানা (৩০)।

জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ১৪নং সুন্দরপুর ইউনিয়নের আরাজী এরফান আলীর বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এ সময় ১ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে বাবুকে গ্রেপ্তার করে র‌্যাব।

অপরদিকে শুক্রবার রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুরগামী সড়কের শাহীবাগ মোড়ে চেকপোষ্টে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল দায়িত্ব পালন করছিল। এ সময় ট্রাকে মাদক নিয়ে যাবার সময় ৮৪১ বোতল ফেনসিডিলসহ হোসেন ও রানাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :