আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

কাঁচা টমেটো পাকানোর সময় ক্ষেতে গিয়ে ধরে ফেললেন খাদ্যমন্ত্রী

নিডস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়িতে ক্ষেতে রাসায়নিক দিয়ে টমেটো পাকানোর সময় কয়েকজন কৃষককে পাকড়াও করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সড়ক পথে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে মহাসড়কের পাশে রাজশাহীর গোদাগাড়ির বিস্তীর্ণ এলাকায় কাঁচা টমেটো পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের সময় কয়েকজন চাষিকে হাতেনাতে ধরেন মন্ত্রী। এ সময় টমেটো পাকানোর কাজে ব্যবহৃত ইথিওপিনও জব্দ করা হয়। এবং সেখানকার বিপুল পরিমাণ টমেটো বাজারজাত করতে নিষেধাজ্ঞা আরোপ করেন।

এ সময় মন্ত্রী জানান, কৃত্রিমভাবে টমেটো পাকিয়ে তা বাজারজাত করার দৃশ্য চোখে পড়ার পর আমি সেখানে নেমে যাই। প্রায় এক ঘণ্টা অবস্থান করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সকল টমেটো জব্দ করা হয়েছে। ক্ষতিকর রাসায়নিক ইথিওপিন গার্ডেনও জব্দ করা হয়। সে রাসায়নিকে লেখা রয়েছে ফল পাকানোর জন্য তা ব্যবহার করা যাবে না। অথচ তারা সেটি দিয়েই টমেটো পাকাচ্ছে। আমি কৃষি সচিব, রাজাশাহীর বিভাগীয় কমিশনার ও ডিসির সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি।

এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের স্পেশাল টিম পরীক্ষার জন্য বিমানে রওনা দিয়েছে।

তারা এটি পরীক্ষা করে ব্যবস্থা গ্রহণ করবেন। মোট কথা মানুষের স্বাস্থ্যঝুঁকি থাকে এমন ভেজাল বা রাসায়নিক মিশ্রিত কোনও জিনিস বাজারজাত করা যাবে না। যেকোনোভাবে এগুলো প্রতিহত করা হবে। আমি সেই নির্দেশনাই দিয়েছি ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :