আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

আবারো ফ্রি চিকিৎসা দিল শিবগঞ্জ আদর্শ হাসপাতাল

নিউজ ডেস্ক : করোনা প্রাদুর্ভাবের এই দু:সময়ে আবারো অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিল শিবগঞ্জ আদর্শ হাসপাতাল । মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২০ দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ চিকিৎসা প্রদান করা হয় । ফ্রি চিকিৎসা প্রদান করেন ২ জন অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক ডা: মো: জহির রায়হান, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি মেডিসিন ও মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল এবং ডা: মোসা: উম্মে মাসকুরা খাতুন, এমবিবিএস (আরইউ), আবাসিক মেডিকেল অফিসার, শিবগঞ্জ আদর্শ হাসপাতাল । ফ্রি চিকিৎসা সেবা বিষয়ে শিবগঞ্জ আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকবাবর আলী বলেন, হাসপাতালের প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা ‘অর্থের অভাবে চিকিৎসা হবে না, তা হবে না, তা হবে না ‘ এই শ্লোগানকে সামনে রেখে মাঝে মধ্যেই অসহায় ও দুস্থ রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করে আসছি, এটি আমাদের এইকটি ধারাবাহিক প্রক্রিয়া । আমরা শিবগঞ্জ আদর্শ হাসপাতালকে কেবল ব্যবসার জন্য নয়, বরং এটিকে একটি সেবা দানকারী আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি ।

 

এর আগেও হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময়ে অসহায় ও অর্থাভাবী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে এই হাসপাতালটি । এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে রোগী ও রোগীর আত্নীয়-স্বজনরা শিবগঞ্জ আদর্শ হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে । আজ ফ্রি চিকিৎসা সেবা প্রদানের পূর্বে গত কয়েকদিন থেকেই উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং সহ বিভিন্ন ভাবে প্রচারনা চালানো হয় ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :