নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুধের ছানা তৈরিতে গরুর পঁচা ভুঁড়ি মেশানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে । মঙ্গলবার ২০ অক্টোবর ২০২০ দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী লক্ষীপুর এলাকার শফিকুল ইসলামের ছানা কারখানায় শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় । এসময় শিবগঞ্জ থানা পুলিশের একটি টীম অভিযান পরিচালনায় সহযোগীতা করেন ।
শিবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সুলতানা জানান, মানব খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে আমরা সদা তৎপর । দুধের তৈরি এমন একটা খাবারের সাথে পঁচা ভুঁড়ি মেশানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা মোবারকপুর এলাকার একটি ছানা কারখানায় অভিযান পরিচালনা করি এবং সেখানে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় সহ সতর্ক করা হয়েছে । খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ।