আজ শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম

শিবগঞ্জে পথহারা শিশু ফিরলো নিজ বাড়িতে

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে পথহারা শিশু আবদুর রহমানকে ফিরে পেয়েছে তার পরিবার। এর আগে ৯ অক্টোবর রহনপুর পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য আবদুর রহমানকে (১০) রেলস্টেশন এলাকায় দেখতে পান। পরে তার বাবার নাম আবদুল মান্নান ছাড়া আর কিছু বলতে পারেনি শিশুটি।

এ অবস্থায় পুলিশ শিশুটিকে রহনপুর পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখে। টানা চারদিন পুলিশ ফাঁড়িতে রাখার পর শিশুটিকে ১০ অক্টোবর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে হস্তান্তর করা হয়। পরে শিশুটিকে একক কাউন্সিলিং করা হলে এক পর্যায়ে শিশুটি তার গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার গৌরীপুর বলে জানায়। পরে শিশুটির পিতা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে উপস্থিত হন।

বুধবার শিশুটির পিতা আবদুল মান্নানের কাছে হস্তান্তর করেন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। এ সময় কেন্দ্রের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :