আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, থানায় এজাহার

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। সোমবার ১২ ই অক্টোবর ২০২০ বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর কদমতোলা এলাকায় এ ঘটনা ঘটে। মারামারির ঘটনায় এক পক্ষ বাদী হয়ে শিবগঞ্জ থানায় এজাহার দায়ের করেছে । এজাহার সূত্রে মো: আনারুল ইসলাম জাহু বলেন, পূর্ব শত্রুতার বশবর্তী হয়ে আমার বাড়ির পাশের জান মোহাম্মদ জেন্টু রাজাকার, তার ছেলে মিলন আলী ও তার স্ত্রী নিরো বেগম সহ আরো অজ্ঞাতনামা ৫/৬ জন লোক আমার বাড়িতে অনধিকার প্রবেশ করে আমি ও আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গারিগালাজ করতে থাকে। আমি ইহার কারন জানতে চাইলে তারা লাঠিসোটা নিয়ে আমাদের উপর চড়াও হয় এবং এলোপাতাড়ি আমােেক মারতে থাকে। এক পর্যায়ে তারা আমার মাথায় লোহার রড দ্বারা আঘাত করলে আমার মাথা ফেটে রক্ত বের হওয়া দেখে পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে বাঁচাতে আসলে তাদের উপরও আক্রমন করে আমার স্ত্রী সহ ৪ জনকে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। আমরা এ বিষয়ে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছি যাতে আমরা এর সুষ্ঠু বিচার পাই। এ বিষয়ে জান মোহাম্মদ জেন্টুর ছেলে মিলন আলী বলেন, আমার বাড়ির সামনে মোটরসাইকেল ধোয়া পানি গড়িয়ে পড়া নিয়ে তাদের সাথে সামান্য কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে আমাদের ৪ জন আহত হয়েছে। স্থানীয়দের মধ্যে আশরাফুল ইসলাম জানান, আমি ঘটনার সময় বাড়িতে ছিলাম না, তবে পরে বাড়িতে এসে গন্ডগোলের বিষয়ে শুনেছি । প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান বলেন, আমি রাস্তা দিয়ে বাজারে যাওয়ার পথে উভয় পক্ষের সংঘর্ষ দেখে দাঁড়িয়ে যাই, এসময় আনারুল ইসলাম জাহু সহ কয়েকজনকে আহত অবস্থায় দেখেছি ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :