আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ

শিবগঞ্জে রক্তদাতাদের সংবর্ধণা ও বন্ধন স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : রক্তদাতাদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন শ্যামপুর বন্ধন সেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার সকালে ৯টার সময় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রী কলেজ চত্বরে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। শ্যামপুর বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোঃ রায়হান আলীর সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল ইসলাম ,শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ, উপ অধ্যক্ষ জোহরুল ইসলাম ফারুক,উপজেলা এনজিও ফোরামের সভাপতি তোহিদুল আলম টিয়া, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম. সাইফুল ইসলাম, বিস্বাস স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রজব আলী । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক এম.ডি.মামুন সহ আরও অনেকে । আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্ত দানকারী অত্যন্ত মহৎ ব্যক্তি। একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে রক্তদাতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই সময় বক্তারা আরো বলেন, ৪০ কেজি ওজনের একজন সুস্থ মানুষ বছরে তিনবার রক্ত দিতে পারেন। তবে রক্তদান ও গ্রহণ, উভয় সময় রক্তের প্রয়োজনীয় পরীক্ষা আগে করে নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টদের। অনুষ্ঠানে উপস্থিত স্বেচ্ছায় রক্তদাতারা শ্যামপুর বন্ধন সেচ্ছাসেবী সংগঠনের সকলকে ধন্যবাদ জানান । উল্লেখ্য, এলাকার তরুণদের নিয়ে গঠিত “শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন” রক্তদান কর্মসুচি, মাদক বিরোধী প্রচারণা ও মাদকের প্রতিবাদ, এবং এলাকায় অসহায় দুঃস্থদের সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :