হাবিবুল বারি হাবিব : রাত পোহালেই আগামীকাল ১০ অক্টোবর ২০২০ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন । রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল কবির জানান, গত ৮ জানুয়ারী পাঁকা ইউপি চেয়ারম্যান মৃত্যুবরণ করলে পাঁকা ইউপি চেয়ারম্যানের পদ শুন্য হওয়ায় গত ২৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও করোনার কারনে তা স্থগিত হয়ে যায় ।
এবার উপ-নির্বাচনে অংশগ্রহণ করেছেন সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক (ধানের শীষ), বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন মাস্টার (নৌকা), মরহুম চেয়ারম্যান মজিবুর রহমানের সহধর্মণী মোসা. পারভিন (আনারস) ও জালাল উদ্দিন (মটরসাইকেল)। এর আগে নির্বাচনী তারিখ ঘোষণার সময় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয় । উল্লেখ্য, পাঁকা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩শ ৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩শ ৬৭ জন ও মহিলা ভোটার ৭ হাজার ১২ জন। ৯টি ভোট কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে করোনাভাইরাস ও পদ্মা নদীর পানি পাঁকা ইউনিয়নের বিভিন্ন স্থানে থাকলেও থেমে নেই নির্বাচনী প্রচার প্রচারণা ।