আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

কানসাটে ডিএনসির অভিযানে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম হেরোইনসহ কচিবুর (৪০) নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামের মৃত এনামুল হক বুদ্ধর ছেলে। সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪ টার দিকে কানসাটে অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম হেরোইনসহ কচিবুরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, পরিদর্শক রায়হান আহমেদ খানের নেতৃত্বে, এসআই আসাদুর রহমান, সিপাই আল- আমিন, সিপাই হাবিবা খাতুন ও সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়। কচিবুর একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :