ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “শিশু সুরক্ষার লক্ষ্যে, শিশুর সহায়তায় ফোন” এই শ্লোগান কে সামনে রেখে চাইল্ড হেল্প লাইন ১০৯৮ এর ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ৭ জানুয়ারি ২০১৯ উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শিমুল আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলার উপ-পরিচালক উম্মে কুলসুম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক সিরাজুম মনির, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ পৌরসভার মেয়র এআরএম আজরী মো: কারিবুল হক রাজিন, দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু এবং শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক রাশিদা খাতুন । এ ছাড়াও কর্মশালায় উপজেলা এনজিও ফোরামের সভাপতি তৌহিদুল আলম টিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন । কর্মশালায় শিশুদের বিভিন্ন সমস্যা, সমাধানে হেল্পলাইনের ব্যবহার ও ভূমিকা এবং বাল্যবিয়ের বিষয়ে আলোচনা করেন বক্তারা ।
শিবগঞ্জে চাইল্ড হেল্পলাইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সংবাদ ক্যাটাগরি : জাতীয় || প্রকাশের তারিখ: 7 January 2020, সময় : 11:16 AM
আপনার মতামত দিন :