নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেলাল বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ এলাকার আবদুর রব ওরফে দেলোয়ারের ছেলে মো. মোস্তফা শিকদার (২৫), একই এলাকার মৃত জাহিদ হোসেনের ছেলে মো. জিয়াউল হক (৩৮) ও মো. রাব্বিলের ছেলে মো. রানাউল (১৯)। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে বেলালবাজারে অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবাসহ হাতেহাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটা মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি জসিম উদ্দিন ।