আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

কথার ফুলঝুড়ি নয়, কাজ দিয়ে প্রমাণ করতে চাই পৌরসভা কাকে বলে -সৈয়দ মনিরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন পৌরসভার নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী ও জিকে ফাউন্ডেশনের কর্ণধার সৈয়দ মনিরুল ইসলাম পৌর এলাকার ৭নং ওর্য়াডের চন্ডীপুর এলাকায় উঠান বৈঠক করেছে। বৃহস্পতিবার বিকেলে বৈঠকটি অনুষ্ঠিত হয় ।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক সহকারি শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বেনজির আলি, শিবগঞ্জ উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মিটুল খান, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিফ আহসান, চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আদনান ফয়সাল, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল জাব্বার জনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বলেন, কথার ফুলঝুড়ি নয়, আমি কাজ করেই আপনাদেরকে জানাতে চাই পৌরসভা কাকে বলে । আপনাদের এলাকায় আপনাদের পাশে থেকে সেবা দেবার লক্ষ্যেই আজ আমি মেয়র প্রার্থী হয়েছি। অাধুনিক শিবগঞ্জ গড়তে আপনাদের সহযোগীতা দরকার । এসময় চন্ডিপুরের একটি ওয়াক্তিয়া মসজিদে নগদ অর্থও দান করেন মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ।

তিনি আরও বলেন, শিবগঞ্জ পৌরসভার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমাকে একবার সুযোগ দিন। মেয়র প্রার্থী নির্বাচন উপলক্ষে এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক শুরু করেছেন ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :