আজ সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা

নাচোলে আবারও অটোরিক্সা চুরি

অলিউল হক ডলার, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরির রোধ করতে পারছেনা পুলিশ। একের পর এক গরু, অটো রিক্সা, ট্রান্সফর্মার চুরি অব্যাহত রয়েছে। এতে করে অটো চালক, মালিক, গরুর মালিক ও অভীর নলকুপ, গভীর নলকুপ ও দোকানীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। অন্যদিকে,ভুক্তোভূগিরা সর্বশান্ত হয়ে পথে বসতে বসেছেন। অনেকে কষ্ঠের উপার্জিত ও এনজিও থেকে লোন নিয়ে তারা অটোরিক্সা ও গরুর কিনে বাড়ীতে পালন করেন। কিন্তু এভাবে যদি তাদের সেই কষ্ঠের সম্পাদগুলো খুয়া যায় তাহলে তারা কি দিয়ে তাদের পরিবার পরিজনকে নিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করবেন। গত মঙ্গলবার দিবাগত রাতে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ঘাসুড়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়ীর গেটে অটোরিক্সা চার্জ দিয়ে রাতে ঘুমাতে যাই। সকালে ঘুম থেকে দেখে তার গাড়িটি আর নাই। এনিয়ে গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩টি অটোরিক্সা চুরি হয়েছে। অনুসন্ধানে আরো জানাগেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে নেজামপুর ইউপির খোজালপাড়ার মজিবুল হকের ছেলে শরিফুলের ৩টি গরু যার আনুমানিক মূল্য ২লক্ষ ৫০হাজার টাকা, কামার জগদইল গ্রামের আফতাব উদ্দিন এর ছেলে সিরাজুল ইসলামের প্রায় ৩লক্ষ টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়েছে। এছাড়া ১৬ সেপ্টেম্বর বুধবার রাতে নেজামপুর ইউপি’র বরেন্দ্রা গ্রামের গভীর নলকুপের ২টি ট্রান্সফর্মার ও নেজামপুর ইউপি সদস্য তাজ উদ্দিন ফটিকের সেমি নলকুপের ট্রান্সফর্মার চুরি হয়েছে বলে জানাগেছে। এলাকাবাসী পুলিশ প্রশাসনের পুলিশী তৎপরতা বাড়ানোর পাশাপাশি চোর কে শনাক্ত করে হারোনো সম্পদগুলো ফিরিয়ে পাবার দাবী করেছেন।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :