অলিউল হক ডলার, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চুরির রোধ করতে পারছেনা পুলিশ। একের পর এক গরু, অটো রিক্সা, ট্রান্সফর্মার চুরি অব্যাহত রয়েছে। এতে করে অটো চালক, মালিক, গরুর মালিক ও অভীর নলকুপ, গভীর নলকুপ ও দোকানীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। অন্যদিকে,ভুক্তোভূগিরা সর্বশান্ত হয়ে পথে বসতে বসেছেন। অনেকে কষ্ঠের উপার্জিত ও এনজিও থেকে লোন নিয়ে তারা অটোরিক্সা ও গরুর কিনে বাড়ীতে পালন করেন। কিন্তু এভাবে যদি তাদের সেই কষ্ঠের সম্পাদগুলো খুয়া যায় তাহলে তারা কি দিয়ে তাদের পরিবার পরিজনকে নিয়ে কিভাবে জীবিকা নির্বাহ করবেন। গত মঙ্গলবার দিবাগত রাতে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ঘাসুড়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়ীর গেটে অটোরিক্সা চার্জ দিয়ে রাতে ঘুমাতে যাই। সকালে ঘুম থেকে দেখে তার গাড়িটি আর নাই। এনিয়ে গত জুলাই মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩টি অটোরিক্সা চুরি হয়েছে। অনুসন্ধানে আরো জানাগেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে নেজামপুর ইউপির খোজালপাড়ার মজিবুল হকের ছেলে শরিফুলের ৩টি গরু যার আনুমানিক মূল্য ২লক্ষ ৫০হাজার টাকা, কামার জগদইল গ্রামের আফতাব উদ্দিন এর ছেলে সিরাজুল ইসলামের প্রায় ৩লক্ষ টাকা মূল্যের ৪টি গরু চুরি হয়েছে। এছাড়া ১৬ সেপ্টেম্বর বুধবার রাতে নেজামপুর ইউপি’র বরেন্দ্রা গ্রামের গভীর নলকুপের ২টি ট্রান্সফর্মার ও নেজামপুর ইউপি সদস্য তাজ উদ্দিন ফটিকের সেমি নলকুপের ট্রান্সফর্মার চুরি হয়েছে বলে জানাগেছে। এলাকাবাসী পুলিশ প্রশাসনের পুলিশী তৎপরতা বাড়ানোর পাশাপাশি চোর কে শনাক্ত করে হারোনো সম্পদগুলো ফিরিয়ে পাবার দাবী করেছেন।
নাচোলে আবারও অটোরিক্সা চুরি
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 23 September 2020, সময় : 8:03 PM
আপনার মতামত দিন :