নিউজ ডেস্ক : রাজশাহী গোদাগাড়ীতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার দুপুরে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সুইচগেট বাজার কাপাশিয়াগামী বাসুদেবপুর গ্রামস্থ জনৈক মোঃ মাহবুবুর রহমান এর পোল্ট্রি ফার্মের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন র্যাব-৫ এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ১ কেজি ৯৯৫ গ্রাম হিরোইন (যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা) সহ মোঃ কিরণ হোসেন (৪০), পিতা-মৃত জাফর আহম্মেদ, মাতা- মোছাঃ রবেদা খাতুন, সাং-কুচিয়ামোড়া, ইউপি কেয়াইন, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ (বর্তমান সাং-আরামবাগ রেলষ্টেশন, থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। র্যাব বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ০১টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।