আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট : আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা বিএনপির আয়োজনে ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এসব অনুষ্ঠান হয়। জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম টিপু, সহ-সভাপতি মবিনুর রহমান মিয়া, বিএনপি নেতা ও চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মো. আব্দুল ওয়াহেদসহ অন্যান্যরা। সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি মোজিদুল হক, সাংগাঠনিক সম্পাদক শামীম কবির হেলিম, জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফ, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি জিল্লুর রহমান, বিএনপি নেতা সাংবাদিক জোনাব আলী, মতিউর রহমান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক লিটন আহমেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান ইমতিয়াজ, ছাত্রনেতা তরিকুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, শিবগঞ্জ আদিনা সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মো. হায়াতোদ্দৌলা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :