আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম

সংবাদ প্রকাশের পর সহযোগিতা পেল শিবগঞ্জের হালিমা

নিউজ ডেস্ক : অসহায়ত্বের সংবাদ প্রকাশের পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা শ্যামপুর সদাশিপুর টিকোস গ্রামের হালিমা বেগম পেল সরকারি আবাসনের আশ্বাস সহ স্যানিটারি সহযোগীতা । গত ২১ আগষ্ট বিভিন্ন অনলাইন পত্রিকায়” হালিমার ঘরে নেই আলো নেই খাবার পানির ব্যাবস্থা” শিরোনামে সংবাদ প্রকাশের পর সংবাদটি নজরে আসে শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন দাস ও এনজিও ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম টিয়ার । এরপর ৩১ আগস্ট ২০২০ সমাজ সেবা কর্মকর্তার সহযোগিতায় ও এনজিও ফোরামের তহবিল থেকে একটি টয়লেটের ব্যাবস্থা করে দেয়া হয় হালিমা বেগম কে ।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নিরর্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি,
শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম টিয়া, সহ সভাপতি সাইদুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক এন্টু মিঞা, কোষাধাক্ষ অলিউর রহমান অলি, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন ও সম্মানিত সদস্য এবং শিবগঞ্জ আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বাবর আলী সহ আরো অনেকে । এসময় উপজেলা নিরর্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বি হালিমার জন্য একটি ঘর ও আলোর ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন ।

এছাড়াও এনজিও ফোরামের সভাপতি তৌহিদুল আলম টিয়া বলেন, হালিমা বেগমের জন্য টয়লেটের ব্যাবস্তা করা হলো খুব দ্রুত পানির জন্য টিউবওয়েল ব্যাবস্থা করে দেয়া হবে ইনশাআল্লাহ ।
এসময় সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে বর্তমানে হালিমা বেগম বয়স্ক/বিধবার ভাতা পাচ্ছেন বলেও জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :