ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ প্রায় ১৩ হাজার ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়েছে । রবিবার ১৬ আগস্ট ২০২০ দুপুরে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডের ১৫ টি স্পটে শিবগঞ্জ পৌর এলাকার জিকে ফাউন্ডেশনের পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মনিরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এসব খাদ্য বিতরণ করা হয় । জাতীয় শোক দিবস উপলক্ষে এসব খাদ্য বিতরণকালে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং পৌর যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা । অসহায় ও দুস্থদের মাঝে এসব খাদ্য বিতরণে সার্বিক সহযোগীতায় ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন “তারুন্য” এর স্বেচ্ছাসেবী কর্মীরা ।
এসময় পৌরসভার বিভিন্ন স্পটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভায়ও অংশগ্রহন করেন সৈয়দ মনিরুল ইসলাম । এসময় তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান । এছাড়াও ইত:পূর্বে শিবগঞ্জ পৌর এলাকার সর্বপর্যায়ের সমস্যাগ্রস্থ জনগনের পাশে সৈয়দ পরিবার ছিলেন ও আছেন উল্লেখ করে সামনের দিনগুশিতেও সকলের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ।