আজ সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ

জনস্বার্থে কাজ করতে গিয়ে ইউএনও এবং সার্ভেয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার নাচোল ইউপির ৯নং ওয়ার্ডের গনইর গ্রামবাসীর পক্ষে ৫১জন স্বাক্ষরিত একটি আবেদন ও তদন্তের প্রেক্ষিতে জুলাই মাসের ২০ তারিখে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সাবিহা সুলতানার এর নিদের্শে নাচোল এসিল্যান্ড অফিসের সার্ভেয়ারসহ কয়েকজন এর উপস্থিতিতে সরকারী রাস্তার উপরে থাকা(যাহা গনইর মোজার ১৮৭ দাগের রেকর্ডীয় শ্রেনী ডহর যার পরিমাণ ০.১৯ একর। যা ১ নং খতিয়ানে বাংলাদেশ সরকারের পক্ষে ডেপুটি কমিশনার রাজশাহী নামে রেকর্ড রয়েছে) কয়েকটি মাটির বাড়ির আংশিক ভেঙ্গে জনগণ ও যানবাহন চলাচলের উপযোগী করেন।

অভিযোগ লিপির মাধ্যমে জানাগেছে, ২০১৯ সালের ১৯ নভেম্বর গনইর গ্রামবাসীর পক্ষে আব্দুল খালেক, ইউসুফ আলী, ইয়াসিন আলী, মনিরুল ইসলামসহ ৫১জন স্বাক্ষরিত একটি আবেদনপত্র নাচোল উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিলে তিনি বিয়য়টি তদন্ত করার জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকতা মো রফিকুল আলম কে দায়িত্ব দেন। তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে গত জুলাই মাসের ২০ তারিখ জনস্বার্থে সরকারী রাস্তার মাঝে থাকা একই গ্রামের মৃত গোল মোহাম্মদের ছেলে মুকুল, মতিন ও মনজুর এর মাটির দেওয়ালের আংশিক ভেঙ্গে ফেলা হয়। এরই প্রেক্ষিতে একটি কুচক্রীমহল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উনার ভাবমুর্তি ক্ষুন্ন করার লক্ষে সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন করিয়েছে। যা ভাবমুর্তি ও মানহানির সামিল। এতেই তারা ক্ষান্ত নন, প্রতক্ষদর্শীর মাধ্যমে জানা যায়, তারা নিজেরা আরো কিছু অংশ ভেঙ্গে দিয়ে পরে তারা উপজেলা নির্বাহী অফিসার, সার্ভেয়র মোঃ মাহমুদুল হাসান সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে ক্ষতিপূরণ চেয়ে ও মামলা দায়ের করেছেন।(যাহার মামলা নম্বর ০১/২০) । এতে করে উপজেলা নির্বাহী অফিসার সহ উক্ত সরকারী কর্মচারীদের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে ইউএনও জানান।

সমাজের বিশিষ্টজন বলেন, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা নাচোল উপজেলা বাসীর জন্য আর্শিবাদ। তিনি যোগদানের পর থেকে এলাকার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। আইন শৃঙ্খলার উন্নয়ন, রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে উর্ধ্বতন প্রশাসনের সাথে যোগাযোগ করে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি ভালো কাজের স্কৃতিস্বরুপ জেলা প্রশাসক এর নিকট থেকে পুরস্কৃত হয়েছেন। জেলার ৫টি উপজেলার মধ্যে তিনি শ্রেষ্ঠত্বের পুরস্কার পান।যা নাচোলবাসীর অত্যান্ত গর্বের বিষয়। এছাড়া বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে তিনি দিনরাত কর্মহীনদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করে ব্যাপক প্রশংসা পেয়েছেন।

মামলার বাদী মোঃ মুকুলের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি জানান, আমি এত দিন থেকে জমিটি আমি দখল করে আছি, কিন্তু হঠাৎ কেন ভাঙ্গা হল,এ জন্য আদালতের সরনাপন্ন হয়েছি ।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, গ্রামবাসীর আবেদন ও তদন্তের প্রেক্ষিতে জনস্বার্থে সরকারী রাস্তার ওপরে থাকা ধানের গাড়ি চলাচলের উপযোগী করে জনগণেরর জন্য আংশিক ১টা মাটির দেওয়াল ও একটি ঘরের আংশিক (পরিত্যক্ত) ভাঙ্গা হয়েছে। সরকার জনস্বার্থে অথবা সরকারের প্রয়োজনে সরকারী জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পারে।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাকিউল বলেন,এটা আমাদের নিয়মিত কার্যক্রম এবং জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ ব্যাপারে আর কিছু বলার নাই।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :