ডেস্ক রিপোর্ট : চাঁপাইনবাবগঞ্জের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে । রবিবার ২৬ জুলাই ২০২০ সকাল ১০:৩০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় । আটককৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার রানীহাটির মৃত আফজাল হোসেনের দুই ছেলে মো: জুয়েল (৩৫) ও মো: জাকির হোসেন, শিবগঞ্জ কমলাকান্তপুরের মৃত আব্দুল করিমের ছেলে মো: ওয়াহেদ (৪৮), শিবগঞ্জ ঘোড়াপাখিয়া এলাকার মো: আকতারুল ইসলামের ছেলে মো: রুবেল (২৬) ও সদর উপজেলার রামকৃষ্টপুরের মৃত রমজান আলীর ছেলে মো: সুমিরুল (২৫) । আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় । জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খাঁন এর নির্দেশনা ও পরিদর্শক রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালায় ।
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে আটক ৫
সংবাদ ক্যাটাগরি : অপরাধ || প্রকাশের তারিখ: 27 July 2020, সময় : 1:55 PM
আপনার মতামত দিন :