আজ রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» গত ১৬ বছর বিজয় দিবস একটি দলের কারাগারে অবরুদ্ধ ছিল -বেলাল-ই-বাকী ইদ্রিশী «» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ

বর্তমান সরকারের আমলে দেশের কোন মানুষ না খেয়ে থাকে না -এমপি ডা: শিমুল

পৃথিবী সংবাদ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জিটুপি পদ্ধতিতে বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধী ভাতাগ্রহিতার মধ্যে ভাতা বই ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার ২৭ জুলাই ২০২০ উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দীন আহমেদ শিমুল । এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের কোন মানুষ না খেয়ে থাকে না। কোন মানুষ দুর্দশার মধ্যে পতিত হবে না। যার ন্যূনতম যে জিনিসটা প্রয়োজন তাকে তা দেয়া হবে।

তিনি আরো বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমরা প্রবীণ ব্যক্তিদের জন্য প্রথমবারের মত বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা চালু করেন।

পরবর্তীতে সকল ভাতার পরিমাণ ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কয়েকগুণ বৃদ্ধি করেন। ডা. শিমুল এমপি আরও বলেন, সামাজিক নিরাপত্তার অধিকার থেকে সামাজের পিছিয়ে পড়া মানুষ যেন বঞ্চিত না হয় সে লক্ষ্যে সুবিধাভোগীদের জন্য ‘ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিষ্টেম (এমআইএস)’ তৈরি করা হয়েছে। ইতোমধ্যে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতাভোগীর তথ্য সন্নিবেশ করা হয়েছে।

আগামী ২০২১ সালের মধ্যে সকল ভাতাভোগীরা যাতে ইলেকট্রনিক পদ্ধতিতে ঘরে বসে ভাতা পেতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার ‘ক্যাশ ইনফর্মেশন ট্রান্সফার মর্ডানাইজেশন (সিটিএম) প্রকল্প গ্রহণ করেছেন। যার মাধ্যমে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে উপকারভোগীরা ভাতা পাবেন। অসহায়-অবহেলিত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থবছরের আওতায় শিবগঞ্জ উপজেলায় ৫৪৮ জন বয়স্ক, ৪৯৩ জন বিধবা ও ২ হাজার ৯২৪ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ভাতাবহি ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় প্রতিবন্ধী নতুন ৫০০ জন ব্যক্তির মাঝে ভাতাবহি ও নগদ অর্থ দেয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, শিউলি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :