আজ সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে মাদকবিরোধী সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান  হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় বঙ্গবন্ধু মঞ্চে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, অনুষ্টানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্রেট সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন। সমাবেশে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ জিয়াউল হক, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর মাজহারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ। এসময় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি’র অধ্যক্ষ নাবিলা নুঝহাতসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীবৃন্দ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :