আজ বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» বোতল হাতে ছবি ভাইরাল, কৃত্রিম ছবি বলে চেয়ারম্যানের প্রতিবাদ «» সোনামসজিদ স্থলবন্দর ট্রাক পার্কিং এ চাঁদাবাজির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন «» শিবগঞ্জে আলহেরা মাদরাসায় হাফিজা সংবর্ধনা অনুষ্ঠান «» শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে গভীর রাতে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট «» শিবগঞ্জের নির্মাণাধীন বেইলী ব্রীজ পরিদর্শন করেছেন ড. মাওলানা কেরামত আলী «» ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শিবিরের বিশাল গণজমায়েত «» শিবগঞ্জে বৃক্ষ প্রেমিক কার্তিক প্রামানিক ও শান্তি নিবিড় পাঠাগারের যৌথ বৃক্ষরোপন «» “শিবগঞ্জে মসজিদ নির্মাণে বাধা ও কোটি টাকা আত্নসাৎ” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ «» শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত «» শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজসেবা এগিয়ে চলে

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজকল্যাণ এগিয়ে চলে- এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশীদ হারুন ও শ্রেষ্ঠ বিভাগীয় জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান।

 

পৌর  সমাজকর্মী সামসুল করীমের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম। সভায় বক্তব্য দেন, অ্যাডাবের সভাপতি মো. আমিনুল ইসলাম, প্রতিবন্ধী সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক মুনিরা খাতুন, হিজরা জনগোষ্ঠীর নেত্রী বতিতা, হিজরা প্রতিনিধি শিলা, বেসরকারি উন্নয়ন সংস্থা আরএসডিএফ এর নির্বাহী পরিচালক মুনজুরুল ইসলাম খান বাবুসহ অন্যান্যরা।

 

সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম বলেন, জেলায় মোট ২৫ হাজার  ৪৯৯ জন বিভিন্ন প্রতিবন্ধী রয়েছে। এর মধ্যে ১১হাজার শারীরিক প্রতিবন্ধী রয়েছে। সমাজের পিছিয়ে পড়া এসব জনগোষ্টীর জন্য জেলা সমাজসেবা অফিস হতে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :