আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের মৃত্যুতে বিএনপি নেতা শাহীন শওকতের শোক প্রকাশ

ডেস্ক রিপোর্ট : গত মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) চিকিৎসাধীন অবস্তায় ৭৮ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন মহান স্বাধীনতার ইশতেহার পাঠক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রথম জাতীয় পতাকা উত্তোলনের সময়ের অন্যতম সংগঠক, ছাত্রনেতা, সাবেক বন ও পরিবেশ মন্ত্রী, বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান সিরাজ (ইন্না-লিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন শওকত। শোক বার্তায় তিনি জানান, স্বাধীনতা যুদ্ধে তরুণ প্রজন্মকে সংগঠিত করতে অগ্রণী ভূমিকা রেখেছেন সাবেক ছাত্রনেতা শাহজাহান সিরাজ। তাকে আদর্শ মেনে রাজনীতিতে হাতেখড়ি হয়েছে অনেক রাজনৈতিক নেতার। মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদানের কথা জাতি শ্রদ্ধাভরে আজীবন স্মরণ করবে। এসময় বিএনপি নেতা শাহীন শওকত শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন। উল্লেখ্য, ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে জন্মগ্রহণ করেন শাহজাহান সিরাজ। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে শাহজাহান সিরাজ ছাত্র-রাজনীতিতে প্রবেশ করেন। পাঁচবার তিনি জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ কালিহাতী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মহান স্বাধীনতা যুদ্বে তিনি সশস্ত্র যুদ্ধ চলাকালীন সময়ে ‘বাংলাদেশ লিবারেশন ফোর্স’ বিএলএফ বাহিনীর কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :