আজ রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

শিবগঞ্জে ব্যাপক বোমাবাজি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মরদানায় আবারও বোমাবাজির ঘটনা ঘটেছে । এ ঘটনায় সাইফুদ্দিন নামে একজন মারা গেছে ।

মঙ্গলবার রাত ৯টার দিকে মরদানা গ্রামের পুকুর পাড়া এলাকায় ৫ থেকে ৭ টি হাতবোমা ফোটানোর আওয়াজ পাওয়া গেছে। স্থানীয়রা জানান একটি কার এবং ৬-৭ টি মোটরসাইকেলে একটি গ্রুপ আয়ূব বাজার এলাকায় টহল দেয়ার পরপরই বোমার আওয়াজ পাওয়া গেছে। এ ঘটনায় সাইফুদ্দিন নামে একজন প্রথমে আহত হলে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে একাধিক সূত্র জানিয়েছেন।

এ ব্যাপারে মর্দানা এলাকার কাউন্সিলর মো. জেম জানান, আইয়ুব বাজার মোড়ে মমিন ও কেরামত গ্রুপের মধ্যে গরুর ঘাস খাওয়ানো কে কেন্দ্র করে মারামারি হয়েছে বলে শুনেছি। তবে এর বেশি তিনি বিস্তারিত জানাতে পারেননি।

অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান তাঁর নেতৃত্বে শিবগঞ্জ থানার ২ ভ্যান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন আহত হবার বিষয়টি শোনা গেছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মরদানা এলাকায় জেম ও সালাম গ্রুপের মধ্যে একাধিকবার সংঘষের ঘটনা বিদ্যমান থাকায় এলাকাবাসী আবারো এ ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকা করায় জনমনে ভীতি বিরাজ করছে। এলাকাবাসীসহ সূধী মহলের দাবি রেশারেশি, দাঙ্গাহাঙ্গামা বন্ধ করে দু পক্ষ আলোচনা করে এর সমাধান করবেন ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :