আজ শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল «» শিবগঞ্জে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের বিশাল সমাবেশ «» চাঁপাইনবাবগঞ্জে ১৫২ নারীর মাঝে চেক ও সনদপত্র বিতরণ «» শিবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে জীবন দক্ষতা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত «» শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ «» শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৪৬টি মন্ডপ পরিদর্শন «» শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু «» রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা «» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময়

শিবগঞ্জে ব্যাপক বোমাবাজি, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মরদানায় আবারও বোমাবাজির ঘটনা ঘটেছে । এ ঘটনায় সাইফুদ্দিন নামে একজন মারা গেছে ।

মঙ্গলবার রাত ৯টার দিকে মরদানা গ্রামের পুকুর পাড়া এলাকায় ৫ থেকে ৭ টি হাতবোমা ফোটানোর আওয়াজ পাওয়া গেছে। স্থানীয়রা জানান একটি কার এবং ৬-৭ টি মোটরসাইকেলে একটি গ্রুপ আয়ূব বাজার এলাকায় টহল দেয়ার পরপরই বোমার আওয়াজ পাওয়া গেছে। এ ঘটনায় সাইফুদ্দিন নামে একজন প্রথমে আহত হলে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে একাধিক সূত্র জানিয়েছেন।

এ ব্যাপারে মর্দানা এলাকার কাউন্সিলর মো. জেম জানান, আইয়ুব বাজার মোড়ে মমিন ও কেরামত গ্রুপের মধ্যে গরুর ঘাস খাওয়ানো কে কেন্দ্র করে মারামারি হয়েছে বলে শুনেছি। তবে এর বেশি তিনি বিস্তারিত জানাতে পারেননি।

অন্যদিকে শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান তাঁর নেতৃত্বে শিবগঞ্জ থানার ২ ভ্যান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সংঘর্ষের ঘটনায় একজন আহত হবার বিষয়টি শোনা গেছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মরদানা এলাকায় জেম ও সালাম গ্রুপের মধ্যে একাধিকবার সংঘষের ঘটনা বিদ্যমান থাকায় এলাকাবাসী আবারো এ ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের আশংকা করায় জনমনে ভীতি বিরাজ করছে। এলাকাবাসীসহ সূধী মহলের দাবি রেশারেশি, দাঙ্গাহাঙ্গামা বন্ধ করে দু পক্ষ আলোচনা করে এর সমাধান করবেন ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :