আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী «» শিবগঞ্জে ফিউচার ক্যাডেট একাডেমীর মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ «» কানসাটে চেম্বার অফ কমার্সের নির্বাচন উপলক্ষে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জে চেম্বার অফ কমার্স নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল প্যানেলের পরিচিতি সভা «» চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স নির্বাচনে আব্দুল ওয়াহেদ প্যানেলের পরিচিতি সভা «» মসজিদের উন্নয়নে সকলের এগিয়ে আসা উচিত -বেলাল-ই-বাকি ইদ্রিশী «» শিবগঞ্জে ফুলকুঁড়ি আসরের আয়োজনে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ «» থামছেইনা সাবেক সেনা সদস্য রফিকুলের যৌন অপরাধ, রেহাই পেলনা ৩য় শ্রেণীর ছাত্রীও «» শিবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন, ঋণ ও ট্রাই সাইকেল বিতরণ «» ভয়াল ২৮ অক্টোবর উপলক্ষে শাহবাজপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইতালিসহ ৩ দেশে বাংলাদেশের ফ্লাইটে নিষেধাজ্ঞা

পৃথিবী সংবাদ ডেস্ক : করোনার প্রকোপ না কাটলেও খুলছে ইউরোপ-এশিয়ার অনেক দেশের আকাশপথ। তবে সেসব দেশে ঢোকার পথ বন্ধ হচ্ছে বাংলাদেশের। করোনামুক্তের সনদ থাকার পরও বিদেশে সংক্রমণ ধরা পড়ছে বাংলাদেশিদের। এতে জাপান, দক্ষিণ কোরিয়ার পর ফ্লাইটে নিষেধাজ্ঞা দিয়েছে ইতালি। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে ভাবমূর্তি সংকট পড়ছে দেশ, যা ফেরানো না গেলে ভুগতে হবে দীর্ঘ মেয়াদে।

৬ জুন ঢাকা থেকে বিশেষ ফ্লাইটের ইতালি যান ২৭৬ বাংলাদেশি যাত্রী। পরে রোমে তাদের মধ্যে ৩৬ জনের করোনা শনাক্ত হয়। অথচ তারা সবাই করোনামুক্ত সনদ নিয়েই দেশ ছেড়েছেন। এর পর পরই ঢাকা থেকে যাওয়া ফ্লাইটের ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা দেয় ইতালি। প্রশ্ন ওঠে সনদের মান নিয়ে।

এরপরও বুধবার ১২৫ বাংলাদেশিকে নিয়ে রোম যায় কাতার এয়ারের ফ্লাইট। তবে কোনো যাত্রীকেই দেশটিতে ঢুকতে দেয়নি সরকার। উপরন্তু ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয় ফ্লাইট নিষিদ্ধের মেয়াদ। তবে এ ঘটনায় কাতার এয়ারের দায় দেখছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

এদিকে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীর করোনা পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা তাদের নেই। আর এয়ারলাইন্সগুলো বলছে, করোনামুক্তির সনদ থাকার পরেই যাত্রীদের উড়োজাহাজে ওঠার অনুমতি দেয়া হয়। আর সনদ যাচাইয়ের সক্ষমতা তাদের নেই।
এ ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুন্নের বিষয়টি মেনে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ফ্লাইট স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

এর আগে, বাংলাদেশি যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়ায় ঢাকা থেকে বিশেষ ফ্লাইট চলাচল স্থগিত করে জাপান ও দক্ষিণ কোরিয়া ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :