ডেস্ক রিপোর্ট : ভোলাহাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ জানান, ২ জুলাই নমুনা সংগ্রহ করে করোনা ল্যাবে পাঠানো হলে ৯ জুলাই রিপোর্ট করোনা পজেটিভ আসে। উপজেলায় বর্তমানে একজনই করোনা পজেটিভ। পূর্বে ১২ জন করোনা পজেটিভ হয়েছিল তারা সবাই সুস্থ্য হয়েছেন।
নতুন পজেটিভ আসা ভোলাহাট সদর ইউনিয়নের আলালপুর গ্রামের রানাউল ইসলামের ছেলে বিএম রুবেল আহমেদ হৃদয় (৩২)। তিনি ভোলাহাট প্রেসক্লাবের প্রচার সম্পাদক, সিল্কসিটি নিউজ এর ভোলাহাট প্রতিনিধি , দৈনিক ভোরের ডাক ও দি অবজারভার পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি।
তিনি বলেন, ২ জুলাই অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বর্তমানে তিনি পূর্বের থেকে ভালো আছেন বলে জানান। তিনি তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ।