কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসেবে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর যুবলীগের উদ্যোগে বুধবার সকালে পৌর এলাকায় বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।
পৌর এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস প্রাঙ্গণে ফলদ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।
এর আগে গাছের চারা বিতরণ করেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস।
বৃক্ষ রোপন ও চারা বিতরণে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর যুবলীগের সভাপতি রাকিবুল হাসান বিরু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, যুবলীগ নেতা জিলহাজ বাবুসহ অন্যরা ।