আজ শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন «» রাধাকান্তপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিচার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে অবৈধ ও পরিবেশ নষ্টকারী ইটভাটা অপসারণে শিক্ষার্থীদের মানববন্ধন «» শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মতবিনিময় «» সোনামসজিদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে র‍্যালি ও শোকসভা «» শিবগঞ্জে ডাকাত সন্দেহে ১ ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা «» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে জেলার প্রেরিত নমুনার মধ্যে ৬৯ টি নমুনার ফলাফল মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি নমুনা পজিটিভ। বাকী ৫৩ টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৭ জনের মধ্যে ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে এ জেলার আক্রান্তরা সবাই উপসর্গবিহীন।

প্রসঙ্গত: গত ২৯ জুনের পর চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার মাত্র ৬৯ টি নমুনার ফলাফল পাওয়া গেল। এছাড়াও রাজশাহী ও ঢাকার ২ ল্যাবে আরও ৫ শতাধিক নমুনা আটকে আছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :