আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পিসিআর ল্যাবে জেলার প্রেরিত নমুনার মধ্যে ৬৯ টি নমুনার ফলাফল মঙ্গলবার সন্ধ্যায় পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি নমুনা পজিটিভ। বাকী ৫৩ টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৭ জনের মধ্যে ৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২০ জন চিকিৎসাধীন রয়েছেন। তবে এ জেলার আক্রান্তরা সবাই উপসর্গবিহীন।

প্রসঙ্গত: গত ২৯ জুনের পর চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার মাত্র ৬৯ টি নমুনার ফলাফল পাওয়া গেল। এছাড়াও রাজশাহী ও ঢাকার ২ ল্যাবে আরও ৫ শতাধিক নমুনা আটকে আছে ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :