আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে ৬শ গ্রাম গাঁজাসহ ১ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নাম্বার ওয়ার্ডের আরামবাগ উত্তরপাড়া মহল্লায় সদর ফাঁড়ি পুলিশের অভিযানে ৬’শ গ্রাম গাঁজা, গাঁজা মাপা ডিজিটাল স্কেল ও গাঁজা বিক্রির নগদ ২ হাজার ৮০০ টাকাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, আরামবাগ উত্তরপাড়ার মাদক ব্যবসায়ী আয়নাল হক এর ছেলে আব্দুল আহাদ (২০)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, ৫ জুলাই রোববার দুপুর ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির একটি অপারেশন দল এস আই উৎপল কুমার সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে আহাদকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

অভিযানে টি এস আই মতিউর রহমান, এ এস আই মাসুম ও কনস্টেবল আপেল মাহমুদ উপস্থিত ছিলেন। ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

প্রাথমিক জিজ্ঞাসা বাদে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে আহাদ। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :