নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ৪ জুলাই শনিবার সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ের পাঁকা রাস্তার উপর চেকপোষ্টে ৩ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি বাইসাইকেল ও নগদ ২ হাজার টাকাও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের দ্বারিয়াপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মো. গোলাম মোর্শেদ (৪০)।
প্রেস-বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেপ্তার কৃত মোর্শেদ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।