নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে
মোবাইল কোর্টের যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে ২ জনকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার শাহীবাগ মহল্লার মৃত ঝাটু মন্ডলের ছেলে মো. রবু (৬০) ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে আজিম ওরফে মোনা (২১)।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন এর নির্দেশনায় ও পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শনিবার বিকেলে অভিযানটি চালায়। এ সময় মোবাইল কোর্টে আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন ।