নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ২ জনকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় ও ম্যাজিস্ট্রেটসহ যৌথ অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপর রাজারামপুরের মৃত খুদুর ছেলে মো. লিটন (৩৮) ও পৌর এলাকার ফকিরপাড়ার মো. লাল চানের ছেলে মো. জাকির হোসেন (৩০)।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন এর নির্দেশনায় ও পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায় ।
২৬ জুন শুক্রবার অভিযানটি পরিচালনা করা হয়। জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মো. আনিছুর রহমান খাঁন ।