নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ ওয়াকিলুর রহমানের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে। এখন থেকে তিনি তার ওপর অর্পিত সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক নিয়মে পরিচালনা করবেন।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল শুক্রবার (২৬ জুন) এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ০৫-০৩-২০২০ কেন্দ্রিয় ছাত্রদল প্রেস ব্রিফিং করে তাদের আওতাধীন বেশ কয়েকটি ইউনিটের নেতাকর্মীদের তাদের স্বপদ থেকে অব্যাহতি প্রদান করেন। সেই অব্যাহতির তালিকায় ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ।