কপোত নবী, নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে বাড়ল করোনা আক্রান্ত। গত ২৪ ঘন্টায় নতুন করে দুই ব্যাংক কর্মকর্তাসহ ছয়জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়াল ৮৬ জনে। আর এখন পর্যন্ত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪৭ জন বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরি।
তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরের ৩ জন, গোমস্তাপুরের রহনপুর সোনালী ব্যাংক শাখার দুইজন ও ভোলাহাটের একজন রয়েছেন। আক্রান্তদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
এদিকে, আক্রান্তদের মধ্যে গোমস্তাপুর উপজেলার দুইজন সোনালী ব্যাংক রহনপুর শাখায় কর্মরত যাদের ইতিমধ্যেই ছুটিতে পাঠানো হয়েছে এবং তারা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। গোমস্তাপুরে আক্রান্ত এই দুইজনের নমুনা গত ৯ জুন সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ।
ডা. জাহিদ নজরুল জানান, জেলার ৫ উপজেলা থেকে সংগৃহিত ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয় ঢাকায়। এর মধ্যে ৬টি নমুনা পজিটিভ এবং বাকী ১৬৮টির ফলাফল নেগেটিভ এসেছে ।