ডেস্ক রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার বিকেলে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
বাণিজ্যমন্ত্রী জানান, তার শারীরিক অবস্থা ভালো আছে । তবে তার পরও তিনি হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন ।
পোশাক শিল্পের ব্যবসার পাশাপাশি তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০০৫-২০০৬ মেয়াদে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সাল থেকে টানা তৃতীয়বারের মতো রংপুর-৪ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
২০১৮ সালের নির্বাচনের পর তৃতীয়বারের মতো আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান টিপু মুনশি ।