ডেস্ক রিপোর্ট : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-২০১৯ পরীক্ষার বৃত্তি ফলাফলে মেধা তালিকায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ১ম স্থান অধিকার করেছে উপজেলার চককীর্তি ইউনিয়নের অনিরুদ্ধ সিদ্দিক। অনিরুদ্ধ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি এলাকার মো: তোফিকুল ইসলামের ছেলে। তার পিতা মহিপুর মহাবিদ্যালয়ের প্রদর্শক হিসেবে কর্মরত আছেন। বর্তমানে সে রাজশাহী কলেজিয়েট স্কুলে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত। অনিরুদ্ধ ভবিষ্যৎ জীবনে প্রশাসন বিভাগে চাকরি করে দেশসেবা করতে চায়। সে তার এই কৃতিত্বের জন্য প্রথমে আল্লাহ তাআলা এবং তারপরই বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকাগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ সহ ভবিষ্যৎ জীবনের লক্ষ্য বাস্তবায়নে সকলের দোয়াপ্রার্থী।
জেএসসি বৃত্তিতে শিবগঞ্জে ১ম অনিরুদ্ধ সিদ্দিক
সংবাদ ক্যাটাগরি : শিক্ষাঙ্গন || প্রকাশের তারিখ: 14 June 2020, সময় : 6:20 PM
আপনার মতামত দিন :