আজ রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন

স্বাস্থ্যবীধি মেনেই শিবগঞ্জে আম ক্রয়-বিক্রয় হবে -এমপি শিমুল

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর আম বাজারে ক্রেতা-বিক্রেতাসহ আম বাজারের সার্বিক নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। ৭ জুন রবিবার সকালে শিবগঞ্জ পৌর আম বাজার পরিচালনা কমিটি ও আম আড়তদার সমিতির আয়োজনে এবং ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জুম্মন আলীর সভাপতিত্বে আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ- ১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ শামিল উদ্দিন আহমেদ শিমুল । এর আগে গত ২ জুন তিনি কানসাট আম বাজারে আম ক্রয়-বিক্রয়ের উদ্বোধন করেছিলেন।

শিবগঞ্জ পৌর আম বাজারের সাথে সম্পৃক্ত সকলের নিরাপত্তার দিকে খেয়াল রেখে কাজ করছে শিবগঞ্জ পৌরসভা ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে কাজ করা সুইজারল্যান্ড ভিত্তিক বেসরকারী সংস্থা সুইস কন্টাক্ট। সরকারের নির্দেশনা মোতাবেক আম বাজারে ক্রেতা বিক্রেতাদের সব ধরনের স্বাস্থ্য বিষয়ে সহায়তা প্রদান করবে সুইস কন্টাক্ট ও শিবগঞ্জ পৌরসভা। এরই অংশ হিসেবে রোববার দুপুরে পৌর অাম বাজারে আসা সবাইকে মাস্ক ও গ্লোভ ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া ও পানির ব্যবস্থা, নন- কন্টাক্ট থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা মাপা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, নিরপদ দূরত্ব বজায় রাখা ও অভিযোগ কেন্দ্র স্থাপনসহ প্রতিমূহুর্তে এসব ব্যবহারে মাইকিং করে উদ্বুদ্ধ করা এসব বিষয়ে আলোকপাত করা হয়।

উদ্বোধনের প্রথম দিন আমের তেমন আমদানি দেখা যায়নি। তবে দু’এক দিনের মধ্যে আমের আমদানি জোরালো হবে বলে আশা করা হচ্ছে। প্রথম পর্যায়ে গোপালভোগ ও গুটি জাতের আম আমদানি হবে এবং পরবর্তীতে হিমসাগর, খিরসাপাত (জি আই পন্য), ল্যাংড়া, আম্রপালিসহ ধারাবাহিকভাবে ফজলি, আসিনা সকল ধরনের আম বাজারে পরিলক্ষিত হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় গোলাম কিবরিয়া ও শিউলি বেগম, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরান আলী ভিখু, শিবগঞ্জ আম আড়তদার সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কাউসার আলী, সুইস কন্টাক্ট প্রবৃদ্ধির প্রতিনিধি নাহিদা সুলতানা বর্ষাসহ আম ব্যবসায়ী ও স্থানীয় আমচাষীরা। শিবগঞ্জ আম বাজার উন্নয়ন ও সোলিংকরণসহ কয়েকটি কাজে প্রায় ৪৭ লক্ষ টাকা ব্যায় করে সুইস কন্টাক্ট ও পৌরসভা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :