আজ বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন «» শেষ বয়সে মসজিদে জমি দিতে বললো বোন,  নিজের নামে লিখে নিল ভাই, বৃদ্ধার আর্তনাদ

শিবগঞ্জে আবারো ১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : শনিবার ৬ জুন চাঁপাইনবাবগঞ্জে নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত নারী শিবগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের বাগানটুলি ছোটচক এলাকার।

ঢাকা শের-ই-বাংলা নগর ন্যাশনাল ইনিষ্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার (এনআইএলএম) থেকে চাঁপাইনবাবগঞ্জের ১৬০টি নমূনার ফল জানানো হয়। যার ভেতর একজন পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে জেলায় মোট ৫৭ জন শনাক্ত হলেন।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী শনিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল চারটার দিকে নমূনাগুলো গত ২ জুন পাঠানো হয়। এতে ১৫৯টি নেগেটিভ ও ১টি পজিটিভ হয়েছে। তবে পজিটিভ ব্যক্তির পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি বলে জানান তিনি।

সিভিল সার্জন আরো জানান, শনিবার পর্যন্ত পরীক্ষার জন্য রাজশাহী ও ঢাকায় নমূনা পাঠানো হয়েছে ২ হাজার ২০২টি । এর মধ্যে ফল পাওয়া গেছে ১ হাজার ৯৫৬ টি। এর মধ্যে পজিটিভ ফল এসেছে ৫৭টি। নেগেটিভ ফল এসেছে ১ হাজার ৮৯৯টি। এখনও ফল আসেনি ২৪৬টি নমূণার। এছাড়া আরও ৯০টি নমূনা সংগ্রহ করা হয়েছে। এগুলো আগামী ৮জুন সোমবার পরীক্ষায় পাঠানো হবে।

জেলায় এ পর্যন্ত ১৩ জন সরকারিভাবে সুস্থ ঘোষিত হয়েছেন। গত ৩ জুন বুধবার গোমস্তাপুরের ২জন স্বাস্থ্যকর্মীর নমূনা পজিটিভ হবার পর শনিবার জেলায় আবার একজন পজিটিভ হলেন ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :