আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে কানসাট আমবাজারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : গতকাল ২রা জুন দুপুর ১২ টার সময় চাঁপাইনবাববগঞ্জের কানসাটে এশিয়া মহাদেশর সবচেয়ে বৃহত্তম আমবাজারের শুভ উদ্বোধন করা হয়েছ । কানসাট আম আড়ৎদার ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেড কানসাট হাট, দৈনিক বাজার ও বাংলাদেশ ট্রাক ও কাভার ভ্যান সমিতির আয়োজনে । উক্ত আম বাজার উদ্বোধন অনুষ্ঠানে মোঃ শিমুল আক্তার (উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল ।

বিশেষ অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন নুরুল ইসলাম জেলা মার্কেটিং অফিসার চাঁপাইনবাবগঞ্জ।   দুই ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ। গোলাম কিবরিয়া ও মোসাঃ শিউলী বেগম, আড়ৎদার সমিতির সভাপতি  মোঃ কাজী এমদাদুল হক (এমদাদ), কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃবেনাউল ইসলাম।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক টিপু ।

এ সময় অনুষ্ঠানে বক্তারা নিরাপদ আম উৎপাদন ও বাজাত জাত করনে পরামর্শ দেন।

এছাড়া করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দুরুত্ব  বজাই  রেখে আম ক্রায় -বিক্রয় এর পরামর্শ দেন এবং করনো ভাইরাস প্রতিরোধে আম চাষি,আড়ৎদার ও শ্রমিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরন করেন।বাইরে থেক যে সব ব্যাপারি আসবে তাদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা ও গ্রহন করা হয়েছে বলেও জানান ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :