আজ বৃহস্পতিবার, ২৫ Jul ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কানসাট আমবাজারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : গতকাল ২রা জুন দুপুর ১২ টার সময় চাঁপাইনবাববগঞ্জের কানসাটে এশিয়া মহাদেশর সবচেয়ে বৃহত্তম আমবাজারের শুভ উদ্বোধন করা হয়েছ । কানসাট আম আড়ৎদার ব্যাবসায়ী সমবায় সমিতি লিমিটেড কানসাট হাট, দৈনিক বাজার ও বাংলাদেশ ট্রাক ও কাভার ভ্যান সমিতির আয়োজনে । উক্ত আম বাজার উদ্বোধন অনুষ্ঠানে মোঃ শিমুল আক্তার (উপজেলা নির্বাহী অফিসার শিবগঞ্জ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল ।

বিশেষ অতিথি  হিসেবে  উপস্থিত ছিলেন নুরুল ইসলাম জেলা মার্কেটিং অফিসার চাঁপাইনবাবগঞ্জ।   দুই ভাইস চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ। গোলাম কিবরিয়া ও মোসাঃ শিউলী বেগম, আড়ৎদার সমিতির সভাপতি  মোঃ কাজী এমদাদুল হক (এমদাদ), কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃবেনাউল ইসলাম।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক জনাব ওমর ফারুক টিপু ।

এ সময় অনুষ্ঠানে বক্তারা নিরাপদ আম উৎপাদন ও বাজাত জাত করনে পরামর্শ দেন।

এছাড়া করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দুরুত্ব  বজাই  রেখে আম ক্রায় -বিক্রয় এর পরামর্শ দেন এবং করনো ভাইরাস প্রতিরোধে আম চাষি,আড়ৎদার ও শ্রমিকদের মাঝে পিপিই ও মাস্ক বিতরন করেন।বাইরে থেক যে সব ব্যাপারি আসবে তাদের থাকার জন্য আবাসিক ব্যবস্থা ও গ্রহন করা হয়েছে বলেও জানান ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :