আজ বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন «» শিবগঞ্জ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় অভিভাবক ও সূধী সমাবেশ «» শিবগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা «» ভ্যান হারিয়ে দিশেহারা জেন্টু মিয়াকে ভ্যান কিনে দিলেন ইউএনও «» শিবগঞ্জে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার উদ্বোধন «» শেষ বয়সে মসজিদে জমি দিতে বললো বোন,  নিজের নামে লিখে নিল ভাই, বৃদ্ধার আর্তনাদ

শিবগঞ্জে পাগলা নদীতে ভাসছে লাশ, উদ্ধার করে দেখা গেল জীবিত

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ গিয়ে উদ্ধার করার পরে দেখা গেছে জীবিত মানুষ ভাসছিল । উদ্ধারকৃত ব্যক্তি উপজেলার শেরপুর ভান্ডারের মৃত কয়েস উদ্দিনের ছেলে সায়েম আলী । রবিবার ৩১ মে ২০২০ উপজেলার দুর্লভপুর বেইলী ব্রীজের ৩ শো গজ দক্ষিনে পাগলা নদীতে এমন ঘটনা ঘটে । শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাশেম জানান, রবিবার বিকেল সাড়ে ৫ টায় আরাফাত নামের স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে পাগলা নদীতে লাশ ভাসছে এমন সংবাদ দিলে সেই সংবাদের ভিত্তিতে আমরা শিবগঞ্জ থানা পুলিশ ৫:৪৫ টায় ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় নৌকা দিয়ে তাকে উদ্ধার করি । উদ্ধারের পর সে জীবিত বুঝতে পেরে সেবা শুশ্রুসা করলে কিছুক্ষন পরেই লোকটি স্বাভাবিক হয় । লোকটি মানসিক ভারসাম্যহীন ছিল । এরপর লোকটিকে থানায় নিয়ে এসে তার সাথে কিছু কথা বলে জানতে পারি সে শ্যামপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার এলাকার বাসিন্দা । পরে স্থানীয় ইউপি সদস্য ফুলচাঁন আলীকে থানায় ডেকে উদ্ধারকৃত লোকের ভাগ্নে বাবু ও ভাগ্নে জামাই আবুল কাশেমের নিকট রাত সাড়ে ৮ টায় লোকটিকে বুঝিয়ে দেই ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :