ডেস্ক রিপোর্ট : রোকেয়া বেগম মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে সত্রাজিতপুর ইউনিয়নের অন্তর্গত ৯টি ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরন করেন। সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সত্রাজিতপুর ইউনিয়নে ৫০০শত হতদরিদ্র ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর তালিকায় ছিল সেমাই, লাচ্ছা সেমাই, চিনি, বুন্দিয়া, পাপড়, ১টি সাবান।
সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান ।
উক্ত বিতরণী সভায় সভাপতিত্ব করেন সত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম ফারুক (মিন্টু), টাষ্ট্রের প্রধান পৃষ্ঠপোষক ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিবগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি জনাব আলহাজ্ব মোঃ আশরাফুল হক।
সভায় সমাপনী বক্তব্যে সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফুল হক বলেন, দেশের বিভিন্ন জায়গায় পানছড়ি ঘটনা ঘটছে । তিনি এলাকার বিত্তশালী মানুষদের এই রোজার মাসে গরীব দুঃখী মানুষের পাশে হাত সম্প্রসারিত করে দাঁড়ানোর আহ্বান জানান। আলোচনা শেষে প্রধান অতিথি ও ট্রাষ্ট্রের সভাপতি আলহাজ্ব মোঃ আশরাফুল হক হতদরিদ্র ও দুস্থ গরিব মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।