আজ শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মাদকমুক্ত সম্মাননা পেলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আরিফ উদ্দিন «» নতুন প্রার্থী হিসেবে চমক দেখাতে চান মুসলিমা খাতুন নীতি «» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

ঈদুল ফিতরে ৫৫৫ পরিবারে ঈদসামগ্রী পৌঁছে দিলেন আ’লীগ নেতা এনামুল হক

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র ৫৫৫ পরিবারের মাঝে ঈদসামগ্রী পৌঁছে দিলেন শিবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও শিবগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: এনামুল হক। ঈদুল ফিতরকে সামনে রেখে আজ ২৩ মে ২০২০ সহ গত কয়েকদিন থেকেই শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা, আলীডাঙ্গা ও শিবগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্রদের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করে আসছেন তিনি। এ বিষয়ে আওয়ামীলীগ নেতা মো: এনামুল হক জানান, ঈদ মুসলমানদের জন্য অত্যন্ত খুশির একটি উৎসব। কিন্তু সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে অসংখ্য মানুষ বিশেষ করে খেটে খাওয়া ও দিনমজুর মানুষের জীবন যেন নিরস হয়ে পড়েছে। করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট অভাব যেন তাদেরকে ভুলিয়ে রেখেছে ঈদের কথা। স্থানীয় একজন দলীয় নেতা হিসেবে জনগনের কষ্টের কথা ভেবে পবিত্র ঈদুল ফিতরে তাদের পাশে একটু দাঁড়াতে চেষ্টা করেছি। ইত:পূর্বেও আমি অসহায় মানুষের পাশে থেকেছি এবং ভবিষ্যতেও পাশেই থাকব ইনশাআল্লাহ। উল্লেখ্য, এর আগেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে কর্মহীন ও অসহায় ৩ হাজার ৪৫৫ জন মানুষের পাশে খাদ্যসামগ্রী নিয়ে দাঁড়িয়েছেন স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: এনামুল হক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে তিনি এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন বলে জানা যায়। এছাড়াও বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মকান্ড সহ জনকল্যাণে শিবগঞ্জ পৌরসভার জনগনের পাশেই রয়েছেন তিনি। এর আগে এলাকার প্রায় ১ হাজার ৩ শত মানুষের মাঝে মাস্ক ও বিতরণ করেন আওয়ামীলীগের এই নেতা।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :