নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশেরও লক্ষ লক্ষ মানুষ। কর্মহীন এসব দুস্থ ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে সরকার সহ দেশী-বিদেশী বিভিন্ন পর্যায়ের বিত্তশালী মানুষ ও প্রতিষ্ঠান । তারই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে
মেসার্স মানিক ইন্টারন্যাশনাল এর অর্থায়নে ও
এম.কে. এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এর সার্বিক সহযোগিতায় সোনামসজিদ ল্যান্ড পোর্টের
১৭০ জন দিনমজুর ও কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে
৭০ জন বিধবা নারীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এসময় ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, আধা লিটার তেল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই ও ১ টি সাবান বিতরণ করা হয়েছে ।
মেসার্স মানিক ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারীরা মোঃ যুবরাজ আলম (মানিক) জানান, আগামীতে এধরনের সহায়তামুলক কাজে হতদরিদ্র, অসহায়, কর্মহীন মানুষের পাশে থাকতে চাই ।