আজ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জ প্রেস অ্যাসোসিয়েশন এর আত্মপ্রকাশ «» শিবগঞ্জে সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে ৪৬টি মন্ডপ পরিদর্শন «» শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু «» রাজশাহী সিটি কলেজের এক শিক্ষকের নেতৃত্বে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় মামলা «» শিবগঞ্জের চরজগন্নাথপুরে আবারো তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি বিলীনের আশংকা «» দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শিবগঞ্জ পৌর জামায়াতের মতবিনিময় «» শিবগঞ্জে পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ড. কেরামত আলীর মতবিনিময় «» শিবগঞ্জে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন «» শিবগঞ্জে ২ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা «» চাঁপাইনবাবগঞ্জে দুই আইজিপি বেনজির-শহীদুলের বিরুদ্ধে মামলার আবেদন

করোনার ঝুঁকিতেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে শিবগঞ্জ আদর্শ হাসপাতাল

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সরকারি-বেসরকারি অফিস আদালত যেমন থমকে দাঁড়িয়েছে, ঠিক তেমনি চিকিৎসা সেবা দিতেও ভয় পাচ্ছে অনেকগুলো চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান ও চিকিৎসকরা। চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে অনেক রোগীকে। এমনকি অনেক চিকিৎসকগণই এই করোনা ভাইরাসের ঝুঁকিতে সরাসরি রোগীদের চিকিৎসা না দিয়ে মোবাইল ফোনে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদর্শ হাসপাতাল যেন একটি ভিন্নধর্মী চিকিৎসা কেন্দ্র। করোনার এই মহা দুর্যোগ ও ঝুঁকিতেও থেমে নেই তাদের চিকিৎসা প্রদান। জীবনের মায়া ত্যাগ করেই সামান্য প্রতিরক্ষা সামগ্রী ব্যবহার করেই দিন রাত সারাক্ষণ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এই হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। চলমান রয়েছে শিবগঞ্জ আদর্শ হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সটিও। এছাড়াও করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবে রোগীসহ রোগীর স্বজন ও আতœীয়দের নিরাপত্তার স্বার্থে এই হাসপাতালে নিয়মিতই চলছে জীবানুমুক্ত করণ স্প্রে ও হাত ধোয়ার প্রয়োজনীয় সকল ব্যবস্থা সহ বিভিন্ন কর্মসূচী।

এমন স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও সারাক্ষণ সবধরনের চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: বাবর আলী পৃথিবী সংবাদকে জানান, একটি হাসপাতাল বা ক্লিনিকের কাজই হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করা। আজ বাংলাদেশ সহ সারা বিশ্বের অসংখ্য চিকিৎসকগণ যেমন মৃত্যুকে তোয়াক্কা না করেই বীরদর্পে করোনা রোগী সহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন, আমরাও সকল ভয়কে উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করে এই দুর্যোগের সময়েও সারাদিন চিকিৎসা সেবা দিয়ে এসেছি এবং দিয়ে যাব ইনশাআল্লাহ। এই হাসপাতালের চিকিৎসক সহ নার্স, প্যাথলজিস্ট ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সব সময়ই অত্যন্ত আন্তরিকতার সহিত রোগীর সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠলগ্ন থেকেই আমরা আমাদের এই আদর্শ হাসপাতালকে শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং একটি সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবেই পরিচালনা করে আসছি। আমাদের এই হাসপাতালে সর্বাধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও নিজস্ব অ্যাম্বুলেন্স সুবিধা সহ রোগীদের জন্য সর্বোন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :