আজ সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত «» শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল «» সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের শপথ গ্রহন অনুষ্ঠিত «» জাতাহারা ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচনে প্রার্থী হিসেবে এগিয়ে মীম ওবায়দুল্লাহ্ «» শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত «» শিবগঞ্জে ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী «» নাচোলে দ্বৈত ব্যান্ডমিন্টন টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত «» শিবগঞ্জে অন্যের জমি দখল করে ফসল বপণের অভিযোগ «» শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা, এক্সকেভেটর জব্দ «» শিবগঞ্জের কালীগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফ এর দুঃখ প্রকাশ

করোনার ঝুঁকিতেও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে শিবগঞ্জ আদর্শ হাসপাতাল

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে বাংলাদেশ সহ পৃথিবীটাই যেন স্থবির হয়ে পড়েছে। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সরকারি-বেসরকারি অফিস আদালত যেমন থমকে দাঁড়িয়েছে, ঠিক তেমনি চিকিৎসা সেবা দিতেও ভয় পাচ্ছে অনেকগুলো চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান ও চিকিৎসকরা। চিকিৎসা না পেয়ে মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে অনেক রোগীকে। এমনকি অনেক চিকিৎসকগণই এই করোনা ভাইরাসের ঝুঁকিতে সরাসরি রোগীদের চিকিৎসা না দিয়ে মোবাইল ফোনে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

কিন্তু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ আদর্শ হাসপাতাল যেন একটি ভিন্নধর্মী চিকিৎসা কেন্দ্র। করোনার এই মহা দুর্যোগ ও ঝুঁকিতেও থেমে নেই তাদের চিকিৎসা প্রদান। জীবনের মায়া ত্যাগ করেই সামান্য প্রতিরক্ষা সামগ্রী ব্যবহার করেই দিন রাত সারাক্ষণ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এই হাসপাতালের চিকিৎসক ও নার্স সহ অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। চলমান রয়েছে শিবগঞ্জ আদর্শ হাসপাতালের নিজস্ব অ্যাম্বুলেন্সটিও। এছাড়াও করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবে রোগীসহ রোগীর স্বজন ও আতœীয়দের নিরাপত্তার স্বার্থে এই হাসপাতালে নিয়মিতই চলছে জীবানুমুক্ত করণ স্প্রে ও হাত ধোয়ার প্রয়োজনীয় সকল ব্যবস্থা সহ বিভিন্ন কর্মসূচী।

এমন স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও সারাক্ষণ সবধরনের চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ আদর্শ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো: বাবর আলী পৃথিবী সংবাদকে জানান, একটি হাসপাতাল বা ক্লিনিকের কাজই হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করা। আজ বাংলাদেশ সহ সারা বিশ্বের অসংখ্য চিকিৎসকগণ যেমন মৃত্যুকে তোয়াক্কা না করেই বীরদর্পে করোনা রোগী সহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছেন, আমরাও সকল ভয়কে উপেক্ষা করে আল্লাহর উপর ভরসা করে এই দুর্যোগের সময়েও সারাদিন চিকিৎসা সেবা দিয়ে এসেছি এবং দিয়ে যাব ইনশাআল্লাহ। এই হাসপাতালের চিকিৎসক সহ নার্স, প্যাথলজিস্ট ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সব সময়ই অত্যন্ত আন্তরিকতার সহিত রোগীর সেবা দিয়ে থাকে। প্রতিষ্ঠলগ্ন থেকেই আমরা আমাদের এই আদর্শ হাসপাতালকে শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং একটি সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবেই পরিচালনা করে আসছি। আমাদের এই হাসপাতালে সর্বাধুনিক যন্ত্রপাতির ব্যবহার ও নিজস্ব অ্যাম্বুলেন্স সুবিধা সহ রোগীদের জন্য সর্বোন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :