আজ শুক্রবার, ১০ মে ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
«» প্রজাপতি প্রতীক পেয়েই ভোটের মাঠে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী শিউলী বেগম «» শিবগঞ্জে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়ছেন নুরজাহান বেগম «» ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যাপক সাড়া পাচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম রাব্বানী «» শিবগঞ্জে মনোনয়ন জমা শেষ, চেয়ারম্যান ৬, ভাইস-চেয়ারম্যান ৭, মহিলা ভাইস-চেয়ারম্যান ৩ «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» ভোটারদের উৎসাহেই নির্বাচনে এসেছি -ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল «» চাঁপাইনবাবগঞ্জ ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী «» শিবগঞ্জে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা আল জামিয়াতুল ইসলামীয়ার আয়োজনে ঈদ পুনর্মিলনী «» উপজেলা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন

শিবগঞ্জে পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে এমপির মতবিনিময়

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মাননীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দীন আহমেদ শিমুল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার ১৫ই অক্টোবর ২০২৩ সকালে মনাকষায় এ সভা অনুষ্ঠিত হয় । উপজেলা পূজা উদযাপন কমিটির সাংস্কৃতিক সম্পাদক আশীশ কুমার এর পরিচালনায় ও কমিটির সভাপতি কুনাল মূখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দীন আহমেদ শিমুল । এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের প্রস্তুতি, বিভিন্ন মন্দিরের সমস্যা ও অবকাঠামো গত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ধর্ম যার যার, উৎসব সবার । অসাম্প্রদায়িক এই নীতিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে সহযোগীতা করতে হবে । তাদের উৎসবের মধ্যে আমাদেরকেও আনন্দ খুঁজে নিতে হবে । বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সহ সার্বিক বিষয়ে সহযোগীতা অব্যহত রাখারও আশ্বাস দেন তিনি । মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি প্রদীপ বড়বড়িয়া, প্রবোধ দত্ত ও চিত্তকর সহ আরো অনেকেই । সভা শেষে এক মধ্যান্হ ভোজের আয়োজন করা হয় ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :