আজ রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
«» আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজশাহীতে বিএনপির মানববন্ধন, গ্রেপ্তার ৫ «» শিবগঞ্জ থানায় ওসিদের বিদায় ও বরণ «» ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেলেন শিবগঞ্জের মেয়ে রোকেয়া «» চাঁপাইনবাবগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে নৌকার প্রার্থীর মতবিনিময় সভা «» দেশের সকল থানার ওসি কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন «» শিবগঞ্জে আলহেরা মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা জামিয়াতুল ইসলামীয়ার নূরানী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন «» শিবগঞ্জে প্রজেক্টস ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫৮ জনের কর্মসংস্থান «» শিবগঞ্জে সাহাপাড়া আলহেরা মাদরাসায় অভিভাবক সমাবেশ «» শিবগঞ্জ ফাজিল মাদরাসায় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

শিবগঞ্জে পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে এমপির মতবিনিময়

হাবিবুল বারি হাবিব : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মাননীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দীন আহমেদ শিমুল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার ১৫ই অক্টোবর ২০২৩ সকালে মনাকষায় এ সভা অনুষ্ঠিত হয় । উপজেলা পূজা উদযাপন কমিটির সাংস্কৃতিক সম্পাদক আশীশ কুমার এর পরিচালনায় ও কমিটির সভাপতি কুনাল মূখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দীন আহমেদ শিমুল । এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের প্রস্তুতি, বিভিন্ন মন্দিরের সমস্যা ও অবকাঠামো গত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ধর্ম যার যার, উৎসব সবার । অসাম্প্রদায়িক এই নীতিকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদেরকে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে সহযোগীতা করতে হবে । তাদের উৎসবের মধ্যে আমাদেরকেও আনন্দ খুঁজে নিতে হবে । বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব সহ সার্বিক বিষয়ে সহযোগীতা অব্যহত রাখারও আশ্বাস দেন তিনি । মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি প্রদীপ বড়বড়িয়া, প্রবোধ দত্ত ও চিত্তকর সহ আরো অনেকেই । সভা শেষে এক মধ্যান্হ ভোজের আয়োজন করা হয় ।

আপনার মতামত দিন :
সংবাদটি শেয়ার করুন :